মোঃ আশতাব হোসেন
একুশ এসেছে রক্তে ভেসে
বাংলা মাতার বুকে,
বাস্তবে হোক বাংলা চর্চা
শুধু নয় মুখেমুখে।
ফেব্রুয়ারিতে সীমাবদ্ধ নয়
ভাষা চর্চার স্লোগান,
সারা বছর চেতনার হোক
প্রাণে প্রাণে শেখার টান।
রক্তে রঞ্জিত বাংলা ভাষা
কীভাবে হয়েছে লাভ,
প্রজন্মদের জানতে হবে
ঝরা রক্তের পরিমাপ।
বাংলিশ চর্চা অশুভ ইঙ্গিত
করতে হবে পরিহার,
অন্যথায় বিঘ্ন হতে পারে
বাংলা ব্যাপক বিস্তার।
পণ করতে হবে জনেজনে
রক্তে ভেজা বর্ণামালা,
ধারণ করে লাঘব করব
শহীদদের প্রাণের জ্বালা।