cng
আব্দুল হাকিম রাজ (রাজনগর) মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মোকামবাজারে একটি সিএনজি সহ চোর চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।স্থানীয় সুত্রে জানা যায়,মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) ভোর ৭ টায় গবিন্ধপুর গ্রামে একটি সিএনজি দেখে স্থানীয় জনতার সন্দেহ হলে বিষয়টি তারা মোকামবাজার সিনজি সমিতির লোকজনকে অবগত করে।সমিতির সদস্যরা সেবুল মিয়া,আনকার মিয়া,আয়াত আলী,কনাই মিয়া সরেজমিন গিয়ে সিনজি সহ দুই চোরকে আটক করে মোকামবাজার এনে জিজ্ঞাসাবাদ করলে তারা সিএনজিটি চুরি করে এনেছে বলে স্বীকার করে।পরে বিষয়টি এ প্রতিবেদক থানা পুলিশকে অবগত করলে রাজনগর থানার এস আই রাজীব হোসেন একদল পুলিশ নিয়ে এসে সিএনজি সহ(সিলেট-থঃ ১১-৬৫০১) চোরদের আটক করে থানায় নিয়ে যায়।আটককৃতরা হলেন,সেলিম ওরফে শাহীন(৩৪)পিতা মৃত আজির আলী,গ্রাম চন্দ্রগ্রাম বিয়ানীবাজার এবং নাদিম হায়দার পিতা বাবুল মিয়া স্বর্ণালী-৪,ভার্থখলা সিলেট।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শ্যামল বণিক জানান, সিএনজি সহ আটককৃতদের সিলেটের দক্ষিন সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *