ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ঃ রাজনগরে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত হবার খবর পাওয়া গেছে। বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে- মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তর দাসপাড়া গ্রামের রুপা মিয়া ও ফরিদ মিয়ার পরিবারের মধ্যে সম্প্রতি বাড়ীর রাস্তা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে গত ৩০ জুলাই রবিবার বিকাল ৩টার দিকে ফরিদ মিয়া, তার স্ত্রী এলাছুন বেগম, ৩ কন্যা স্বপ্না বেগম, হাসনা বেগম ও জোছনা বেগম দেশীয় অস্ত্রযোগে রুপা মিয়ার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতে রুপা মিয়া (৬০), তার পুত্র মালিক মিয়া (৪০), পুত্রবধু সুলতানা বেগম (৩০), কন্যা সুজিয়া বেগম (১৮) ও নাতি হাসান মিয়া (১৪) আহত হয়। ঘটনার পর তাদেরকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। আহতদের মধ্যে রুপা মিয়ার অবস্থা গুরুতর। এ ঘটনায় ফরিদ মিয়া, এলাছুন বেগম, স্বপ্না বেগম, হাসনা বেগম ও জোছনা বেগমকে আসামী করে রাজনগর থানায় একটি মামলা (নং- ১৮৭, ৩১/০৭/২০১৭ইং) দায়ের করা হয়েছে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।