নিজস্ব প্রতিনিধিঃ
“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতার লক্ষ্যে রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।
২২ মে, রোববার নগরীর বোয়ালিয়া ভূমি অফিসে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক ও জোনাল সেটেলমেন্ট অফিসার ড. সিতারা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে ভূমি সেবা গ্রহীতাদের মাঝে চেক প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও বিভাগীয় ও জেলা পর্যায়ের সেরা কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট বিতরন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা কার্যক্রম গ্রহণ করেছে।
তারা আরও বলেন, ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।