নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাজশাহীতে ধারাবাহিক ইফতার বিতরণ ন্যায় আজও পাঁচ শতাধিক রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
প্রথম রোজা থেকে নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে ও নগরীর বিভিন্ন পয়েন্টে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এসব ইফতার বিতরণ করা হয়।
সোমবার ইফতার বিতরণ করেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ রুহুল আমিন প্রমানিক, সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুশফিকুর রহমান হাসনাত, মুজিবুর রহমান, মাসুদ আহম্মেদ, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *