নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি’র দ্বায়িত্ব পেলেন শহিদুল ইসলাম বিপুল। তিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের সন্তান। তিনি ১৯৯৩ সাল থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৯৪ সালের রাজশাহী কলেজ ছাত্রলীগ শাখার সাংস্কৃতিক বিষয় সম্পাদক ছিলেন।২০০০ সালে বলিয়া থানা ছাত্রলীগের সদস্য ও ২০০২ সালে রাজশাহী মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ২০০৩ সালে রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি এবং ২০১২ সালে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধ সন্তান কামান্ড সংসদের যুগ্ম আহ্বায়কের দ্বায়িত্ব পালন করেছেন। তৃণমূলের নেতা শহিদুল ইসলাম বিপুল ২১ মার্চ-২০২৩ থেকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় সাবেক ছাত্রনেতারা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। সাবেক এই ছাত্রনেতার হাত ধরে এই রাজশাহী শহরে অনেক ছাত্রনেতা জন্ম হয়েছে।
এ বিষয়ে কথা বললে শহিদুল ইসলাম বিপুল বলেন, সঙ্গত কারণেই আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দিনের রাজনীতি অনেক কঠিন। এ বছরটা নির্বাচনের বছর, প্রতিটি নির্বাচনে নৌকার বিজয় করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তার সংগঠনকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যেতে সাধারণ জনগণের সাথে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *