কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন চাকিরপশার ইউনিয়নে ফুলখাঁর চাকলা উচ্চ বিদ্যালয়টি ১৯৮৫সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। বর্তমানে ফুলখাঁর চাকলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৪৫০ জন ও শিক্ষক কর্মচারীর সংখ্যা ১৮ জন।
ফুলখাঁর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বিদ্যালয়টির পড়াশুনার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে আসছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমের কারণে শত প্রতিকূলতার মাঝেও গ্রামীণ জনপদে বিদ্যালয়টি জ্ঞানের আলো ছড়াচ্ছে। এই প্রতিষ্ঠান থেকে পড়াশুনা করে মেধাবী শিক্ষার্থীরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে আত্ম কর্মে নিয়োগ করছেন। শিক্ষার গুণগতমান ও মনোরম পরিবেশ থাকলেও শুধুমাত্র বহুতল বিশিষ্ট ভবন না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া অনেকটাই বিঘ্নিত হচ্ছে। এরকম পরিস্থিতিতে স্থানীয় এলাকাবাসী এবং ফুলখাঁর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র জরুরী ভিত্তিতে বিদ্যালয়ের নামে সরকারি ভাবে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করছেন।