,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা শহরের হলোখানা ইউনিয়নের বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম পৌরসভার বিশিষ্ট সমাজসেবী আব্দুল আহাদ এর পুত্র সহিদুল ইসলাম শিমুল এর পারিবারিক ভাবে ২০০৯ সালে দানকৃত ৩০ শতাংশ জমির উপর বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। হলোখানা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীরা প্রাথমিক পর্যায়ে বর্তমানে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শিক্ষা লাভ করে আসছে। চলতি বছর নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়। নতুন শিক্ষাবর্ষ, নতুন শ্রেণি, নতুন ক্লাস রুম আর নতুন বই এই নিয়ে শিক্ষার্থীদের উৎসবের দিন বই উৎসব। শিক্ষার্থীদের হাতে বই উৎসবের মাধ্যমে সরকারি ভাবে সরবরাহকৃত নতুন বই উৎসবের মাধ্যমে তুলে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম শিমুল, সহ-সভাপতি আব্দুল আহাদ, প্রধান শিক্ষক মোছাঃ ছালমা বেগম, সহকারী শিক্ষক মোছাঃ আমিনা খাতুন, মোছাঃ সুরাইয়া আক্তার আইরিন, মোছাঃ তাহমিনা পারভীন সোনিয়া, এনামুল হক, মোছাঃ তানজিনা পারভীন তানিয়া, অফিস সহায়ক সাজেদুল ইসলাম শামীম ও স্থানীয় গন্যমান্য সুধী সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *