কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাটে ২০২২-২০২৩ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

এতে উপজেলার প্রতি ইউনিয়ন থেকে ১০০ জন করে মোট ৭০০ জন কৃষকের মাঝে ৫কেজি বীজ ও ২০কেজি সার বিতরণ করা হয়।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজারহাট, কুড়িগ্রামের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অদ্য ০১লা আগস্ট ২০২২ সকাল ১১:০০ ঘটিকায় বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তার বলেন- আমন মৌসুমে আমাদের উৎপাদনের লক্ষ্য মাত্রা ১১৫০০ হেক্টর। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা হিসেবে আমাদের এই কার্যক্রম।

উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তারের উপস্থিতিতে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফয়সাল আরাফাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রাণী, বিভিন্ন ইউনিয়নের ব্লক সুপারভাইজার সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *