রাজীবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজীবপুর উপজেলায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ব্যাচ ১৯৮৬ সালের অর্থায়নে ৬শত বন্যার্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার( ৮জুলাই) সকাল থেকে রাজীবপুরে উপজেলার মুন্সি পাড়া,ফাটক পাড়া,মেম্বার পাড়া,কাচারী পাড়া,বড়াইডাঙ্গী পাড়া,করাতিপাড়া,বড়বের চর,কির্তনটারী এবং অষ্টিমের চর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণের প্যাকেটে ছিল, চিনি,চিড়া,তেল,এবং লাচ্ছা।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, এসএসসি ৮৬ ব্যাচ মোঃ মশিউর রহমান (রতন), রফিকুল ইসলাম,আছির উদ্দিন,শফিকুল ইসলাম,আবু আহাদ,আজিজুর,আবু সাঈদ,মফিজল প্রমুখ।

ঈদ সামগ্রী পেয়ে রহিজ মিয়া নামের এক ষাটোর্ধ বৃদ্ধ বলেন,আমার বয়স হইছে কোনো কাজ-কাম করবার পাই না বউ বাচ্চা নিয়া কোনো রকম খাইয়া না খাইয়া থাকি ঈদের আগে এসব পায়া মেলা উপকার হইলো আল্লাহ সবাইরে ভালো করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *