মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর সৌজন্যে কুড়িগ্রাম জেলা পুলিশের ব্যবস্থাপনায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ৫শতাধিক বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।শুক্রবার ৮ জুলাই নুনখাওয়া হাই স্কুল মাঠে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সভাপতিত্বে বন্যার্তদের ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন ডিআইজির সহধর্মিণী শ্রীমতি মধুছন্দা ভট্টাচার্য্য জেলা পুলিশ সুপারের স্বামী অস্ট্রেলিয়া প্রবাসী আবুল সামসুদ্দোহা।আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন,নাশে^রী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রেজা,ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান পিপিএম,উলিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম,রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার এএইচএম মাহফুজার রহামন,নাগেশ্বরীর থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান ও দৈনিক প্রথম আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সফি খাঁন ও নুন থাওয়া ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।

দেশের প্রাকৃতিক দুর্যোগ,মহামারী ও বন্যায় পুলিশ সব সময় পাশে আছে এবং থাকরে এই ব্রতকে সামনে রেখে পুলিশ বাহিনী তার নিজস্ব তহবীলসহ বিভিন্ন দাতাদের কাছ থেকে বিভিন্ন ত্রান সহায়তা নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের এই মানবিক কর্মকান্ড ভবিষ্যতেও অব্যাহ থাকবে। ত্রান সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল,২ কেজি আলু,২ কেজি ডাল ও ১ লিটার সোয়াবিন তেল। এছাড়া বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়ার প্রকোপ দেখা দিলে পানি বিশুদ্ধকরণ টেবলেট ও খাবার স্যালাইন বিতরণ করতে সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশ দেয়া আছে বলে প্রধান অতিথি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *