রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল হরিপুর উপজেলার সাব জোনাল অফিস বৃহস্পতিবার রাণীশংকৈলে উদ্বোধন করা হয়েছে। ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোঃ আজাহার আলীর সভপতিত্বে ঠাকুরগাও-২ আসনের এমপি ও গণপুর্ত মন্ত্রণালয়ের সংসদীয় সদস্য মোঃ দবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ঠাকুরগাও-৩ আসনের এমপি অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, ৩০১ আসনের মহিলা এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি মোঃ সইদুল হক, সাবেক প্রধান শিক্ষক আঃ হামিদ, অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান, থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম। ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতির সচিব মোঃ নাসিরউদ্দিন অনুষ্ঠান সঞ্চালন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ খালেকুজ্জামান।