ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে আলক্তগীন সরকার খোকনঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। গত শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত সূর্য্যরে দেখা মেলেনি। সকাল থেকে সন্ধা পর্যন্ত বৃষ্টির ন্যায় গুড়ি গুড়ি ঘন কুয়াশার সঙ্গে সারাক্ষন হিমেল বাতাস গোটা জন-জীবনকে করেছে বিপর্যস্ত। গবাদী পশু ছাড়াও অন্যান্য প্রাণিকুল শীতের প্রকোপে ওষ্ঠাগত হয়ে পড়েছে। কনকনে শীতে কাপছে উত্তারাঞ্চলের এ জনপদ। আর এ কনকনে শীত অব্যাহত থাকায় অসুস্থদের পাশাপাশি সুস্থরাও শীতজনিত নানা রোগে অসুস্থ হয়ে পড়েছে। গোটা উপজেলাবাসীর রাতদিন কাটছে যুবুথুবু অবস্থায়।
এ ক্ষেত্রে গরীব দুঃস্থ ছিন্নমুল শ্রেনীর মানুষজন পড়েছে অবর্ণনীয় দূর্ভোগে। সচ্ছল বিত্তবানরা শহরের বিভিন্ন মার্কেট ফুটপাত থেকে শীতের গরম কাপড় কিনতে পারলেও অর্থাভাবে সহায় সম্বলহীনরা এর ধারে যেতে পারছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *