রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ভন্ডগ্রামে বজ্রপাতে খিরুবালা (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এলাকাবাসি জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির সন্নিকটে গরুর ঘাস কাটার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে । ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খিরুবালা উপজেলা ভন্ডগ্রামের প্রেমহরি ওরফে চাপুর স্ত্রী । নন্দুয়ার ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোঃ মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।