index

মো. মানিক চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগান নিয়ে চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দরে বাংলাদেশ তাঁত বোর্ডে বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর )সকাল ১১টায় মাসিক কমিউনিটি পুলিশিংয়ের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দশমাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন দশমাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল কুমার নন্দী। সভায় প্রধান অতিথি হিসেবে হাইওয়ে পুলিশের সিনিয়র এএসপি (সার্কেল) মো. আনোয়ার হোসেন এবং অন্যান্যের মধ্যে ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান আবু হান্নান মো. সাদেক ছোটন, নশরতপুর ইউপি আ’লীগ সম্পাদক সুলতান আলম, রাণীরবন্দর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বর্ণ ব্যবসায়ী মাইজার রহমান, তেঁতুলিয়া ইউপি সদস্য রফিকুল ইসলাম, ভটভটি চালক নুর মোহাম্মদ, কামরুল হক শাহ্ প্রমূখ বক্তব্য রাখেন। সভায় বর্তমান সরকারের নেয়া গৃহিত পদক্ষেপের অংশ হিসেবে মহাসড়কে কোন প্রকার থ্রী-হ্ইুলার যানবাহন চলাচল না করার কথা ব্যক্ত করেন বক্তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *