মো: মানিক হোসেন রানীরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি :
বিকাশের মাধ্যমে প্রতারনা এ নতুন কিছু নয় , প্রতিনিয়ত হচ্ছে এধরনের প্রতারনা । এ প্রতারনার শিকার হল এবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের মোখলেছুর রহমানের পুত্র মো: শাওন আহম্মেদ । জানা যায় , গতকাল বুধবার সকাল ৯ টার দিকে ফোন আসে তার ফোনে , বলা হয় সে মোবাইল কম্পানির গ্রাহকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২২ লক্ষ টাকা এবং একটা নিটল টাটার প্রাইভেট কার পেয়েছে , টাকা ও গাড়ি নিতে চাইলে তাকে ১ লক্ষ ১৭ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে এবং টাকা পাঠানোর কিছু সময়ের মধ্যে তার কাছে তাদের প্রতিনিধি পৌছে যাবে । ভুক্তভোগী যুবক মোবাইলে বলা কথা মতো রানীরবন্দর বাজারের মোট ৬ টি বিকাশ এজেন্টের দোকান থেকে গতকাল বুধবার ৪৭,০০০টাকা ও আজ বৃহস্পতিবার ৭০,০০০ টাকা মোট ১ লক্ষ ১৭ হাজার টাকা ৬ টি নাম্বারে বিকাশ করে দেয় । বিকাশ করে টাকা পাঠানোর পর থেকে প্রতারকের মোবাইল বন্ধ বলে জানিয়েছে ভুক্তভোগী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *