রানীশংকৈল সংবাদদাতা ঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার আমজুয়ান গ্রামে গত ৮ আগষ্ঠ অসহায় মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ঘরের ভিক্তি প্রস্থর স্থাপন করা হয়।
ক্যানাডা প্রবাসি হাবিবা জাম্মানের আর্থিক সাহায্যের অর্থ দিয়ে অসহায় মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ঘরের ভিক্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন পৌর মেয়র আলমগীর সরকার। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা একেএম হায়দারু জাম্মান,আবু সুফিয়ান,হামিদুর রহমান,হবিবর রহমান,বিদেশী চন্দ্র রায়,সিরাজুল ইসলাম,রতন কুমার ভক্ত,মজিবর রহমান,ওলি মোহাম্মদ,শসিম উদ্দীন, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, প্রধান শিক্ষক ফেরদৌশ আলম মানিক, ওয়ার্কাস পাটির নেতা আনোয়ারুল ইসলাম সহ প্রয় ৩০ জন মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা। উল্লেখ্য মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেও বেতন,ভাতা হয়নি এমন এক যোদ্ধার বাড়ি ঘর না থাকায় ক্যানাডা প্রবাসি হাবিবা জাম্মান ৫০ হাজার টাকা অনূদান দিয়ে পাকা ঘর উত্তোলনের আর্থিক সাহায্য করেন।