রানীংকৈল ( ঠাকুরগাও ) সংবাদদাতা ঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর শহরে র্যালী শেষে গত ৬ জুন কেক কেটে শান্তা কমিউনিটি সেন্টারে যায়যায় দিন পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ভোধন করা হয়।
অনূষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি মোঃ মোবারক আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পাটির সভাপতি আজিজুল ইসলাম, বিএনপি’র সম্পাদক আতাউর রহমান,প্রেস ক্লাব সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,ওয়ার্কাস পাটির জেলা সদস্য তৈয়মুর হোসেন। প্রেস ক্লাব সম্পাদক মোঃ বিপবের সঞ্চালনায় আর ও বক্তব্য রাখেন যায়যায় দিন প্রতিনিধি জিয়াউর রহমান, প্রধান শিক্ষক ফেরদৌশ আলম মানিক,পৌর কাউন্সিলর ইসাহাক আলী,ছাত্র দল সম্পাদক এমএ বকুল মজুমদার। উপস্থিত ছিলেন জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, এস আই আবু তালেব,ষড়জ শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রভাষক রেজাউল করিম বাবু সাংবাদিক আনোযার হোসেন জীবন সহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষাথীরা।