মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
রমজান উপলক্ষে গত শনিবার চিরিরবন্দর, ঘুঘুরাতলির বটমুলে মুল চত্তরে বিকেল ৫টায় ব্যাবসায়িদের সাথে উপজেলা প্রশাসনের সাথে ঘুঘুরাতলির ব্যাবসায়িক সমিতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা কমিটির, গন্যমান্য ব্যক্তি ও ৫নং ইউপি চেয়ারম্যান সহ ঘুঘুরাতলির বটমুলে আলোচনা সভা করে। প্রধান অথিতি মোঃ ফিরোজ মাহমুদ উপজেলা নির্বাহী অফিসার চিরিরবন্দর। বিশেষ অথিতি আনিছুর রহমান অফিসার ইনর্চাজ চিরিরবন্দর। বিশেষ অথিতি আলহাজ্ব আইয়ুরর রহমান সভাপতি উপজেলা আওয়ামীলীগ বিশেষ অথিতি অধ্যক্ষ আহসানুল হক মুকুল সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ । আরও উপস্থিত ছিলেন আজিমুদ্দীন গোলাপ সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ ৫নং ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দীন শাহ , যুবলীগ সম্পাদক সলেমান। উত্তম কুমার সম্পাদক ঘুঘুরাতলি ব্যাবসায়িক সমিতি, ডাঃ ওয়াসিম সহ দোকনদার ও সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।সভাপত্বিত করেন ঘুঘুরাতলি ব্যাবসায়িক সমিতি সভাপতির মোকলেছুর রহমান ।