মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:

চিরিরবন্দরে উপজেলা চত্তরে বঙ্গবন্ধু হলে ৬০ জন কৃষকে উন্নত জাতের আমন ধানের প্রশিক্ষন দেন পাশাপাশি বিজ সংরক্ষনের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিডি ৫৬, ৫৭, ৪৯,ও বিনা ৭ এর গুরুত্ব সহকারে উন্নত জাতের ধান বলে আলোচনায় আসে পাশাপাশি চিকন ধানের মধ্যে বিডি ৩৪ এর আলোচনা আসে। দিনাজপুর জেলার কৃষি উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা বলেন বর্তমানে আমনের মধ্যে বিনা ৭ সল্প সময়ের মধ্যে একটি জাত। বর্তমানে দিনাজপুরের চিকন ধান এর মধ্যে বিডি ৩৪ এর প্রাধান্য পায়। জেলা প্রশিক্ষন অফিসার নির্মল চন্দ্র বিশ্বাস কৃষদের মাঝে এসব আমন ধানের বিভিন্ন র্পর্যায়ে আলোচনা করে উচ্চ ফলন শীল হিসাবে বাংলাদেশ কৃষি অধিদপ্তর হতে প্রকাশিত আছে। কৃষি অধিদপ্তর কৃষদের মাঝে প্রশিক্ষনের মধ্যদিয়ে প্রদর্শনী প¬ট করে কৃষকদের মাঝে সচেতনতার জন্য প¬ট ব্যবস্থা করেন । পাশাপাশি ঐ প্রশিক্ষনাথীদের মাঝে বিজ সংরক্ষন জন্য নিজেদের প্রস্তুত ও বিক্রয়ের নিশ্চয়তা দেন। এতে চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান সভাপত্বিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *