নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রার্থীদের মধ্যে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। এরই ধারাবাহিকতায় ১৪ নং ওয়ার্ডে বিপুল পরিমাণে নারী পুরুষ নিয়ে প্রচার মিছিল করেছেন ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন আনার।
শুক্রবার (৯ জুন) বিকাল ৫ টায় তেরখাদিয়া থেকে কয়েক হাজার নারী পুরুষ উক্ত প্রচার মিছিলে অংশ নেন।
ব্যাপক জনপ্রিয় তরুণ কাউন্সিলর আনোয়ার হোসেন আনার বিগত ৫ বছরে ১৪ নং ওয়ার্ডকে রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন। তাঁর ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন হয়েছে গত ৫ বছরে। ওয়ার্ডবাসীর মনের মধ্যমনি হিসেবে পরিচিত এই জনপ্রিয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী’র প্রচার মিছিলে জনতার ঢল নামে।
প্রচার মিছিলে অংশ নেওয়া নারী পুরুষ স্লোগানে স্লোগানে কাউন্সিলর প্রার্থী আনারের নানা উন্নয়নসহ তাঁর প্রসংশায় পঞ্চমুখ ছিলো পূরো প্রচার মিছিল। তাদের ‘এক কথা এক দাবি’ কাউন্সিলর প্রার্থী আনার উন্নয়নের “ঘুড়ি প্রতীক”।
প্রচার মিছিলটি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও তেরখাদিয়া কাউন্সিলর অফিসের সামনে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *