মংহাইথুই মারমা-বান্দরবান প্রতিনিধিঃ
পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে রুমায় মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই শুরু হয়েছে আজ।
এই উপলক্ষে বুধবার বিকাল ৩টার দিকে আলোচনা সভা,নিত্য ও মৈত্রী পানি বর্ষণের মধ্যদিয়ে উৎসবটি আনন্দ মুখরে শৈবং মারমা সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শাহানেওয়াজ,লে.কর্নেল এস. ইউ.পি, পি. এস.সি ২৭বীর,রুমা জোন। উদ্বোধক হিসেবে ছিলেন, রুমা নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব,উহ্লাচিং মারমাসহ পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ আরো অনেকে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরে পানি কেলি উদ্বোধনে মধ্যদিয়ে উৎসবটি উদযাপিত হয়।