ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সোনাহাট সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের আয়োজনে রপ্তানী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কাস্টমস কমিশনার মোহাম্মদ আহসানুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার মোঃ আব্দুল মান্নান সরদার ও উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাহাট সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল,নাগেশ্বী উপজেলা চেয়ারম্যান ও সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সম্পাদক মোস্তফা জামান,সোনাহাট স্থলবন্দর আমাদনী রপ্তানী কারক এসোসিয়েশনের সভাপতি আবু তাহের ফরায়েজী প্রমুখ। প্রধান অতিথি বাংলাদেশ থেকে আরএফএল কোম্পানীর পন্যের এক ট্রাক ভারতে প্রবেশের মাধ্যমে রপ্তানী কার্যক্রম চালু করেন। প্রধান অতিথি আরও বলেন এখন থেকে আমদানী ও রপ্তানী কারক প্রতিষ্ঠান গুলো অনায়াসে ভারত থেকে বাংলাদেশে তালিকাভুক্ত পন্য আমদানী ও বাংলাদেশ থেকে তালিকাভুক্ত পন্য ভারতে রপ্তানী করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে সোনাহাট স্থলবন্দরে কর্মরত কর্মকর্তা,কর্মচারী, সিএন্ডএফ এসোসিয়েশন,আমদানী ও রপ্তানী কারক এসোসিয়েন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *