রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি-রফিকুল ইসলাম সাজু

রৌমারীতে এক কাঁঠাল খেয়ে শিশুসহ ২৫জন অসুস্থ্য হয়ে পড়েছে। এদের মধ্যে ১৪জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঁঠাল খাওয়ার পর থেকে বমি পাতলা পায়খানা ও মাথা ব্যথা শুরু হয়। উপজেলার সীমান্ত ঘেষা বকবান্দা গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটলে শনিবার সকালে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে হাসপাতালে চিকিৎসক শূণ্য থাকায় উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার অলোক কুমার ও জহুরুল ইসলাম তাদের চিকিৎসা দিচ্ছেন। ডাক্তাররা জানান, খাবারে বিষ ক্রিয়ার ফলে ওই ঘটনা ঘটেছে। অসুস্থ্য হওয়ার অনেক পরে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আইরীন আক্তার এর অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছে তারা হলো আইরীন আক্তার (১২), আবির হোসেন (৩), সুমাইয়া খাতুন (২), ইউসুফ আলী (৫), মাধবী আক্তার (৮), কাওসার আহমেদ (১০), আলেয়া বেগম (৫০), রানী বেগম (২৩), রীমা আক্তার (৩০), মজিবর রহমান (২৮), মাসুদ মিয়া (২৪), মনোয়ারা বেগম (৩৫), আতোয়ার রহমান (৩২) ও রিয়াজ (৭)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *