এ কে এম হাসানুজ্জামান রৌমারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় লোকাল গর্ভনমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেইনঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় ২০২১-২২ ইং অর্থ বছরে ৯ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে কৃষকদের সোলার প্যানেলের মাধ্যমে সোলার পাম্প স্থাপনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, সারোয়ার রাব্বি (ভারপ্রাপ্ত )। বুধবার (০১ মার্চ) বেলা ১১টার দিকে রৌমারী উপজেলার ২ নং শৌলমারী ইউনিয়নের সুতির পাড় গ্রামের জিনজিরাম নদীর তীরে কৃষক আপেলের জমিতে এ নলকুপ স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন – শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সচিব সিরাজুল ইসলাম, ইউপি সদস্য ইউনুছ আলী, ইউপি সদস্য সোনা মিয়া,
লজিক প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সাহেদ হাছান, সৌরফ রায়,সহ সুবিধা ভোগী কৃষক সহ এলাকাবাসি।
অনুরূপভাবে রৌমারীতে বিভিন্ন ইউনিয়নে আরো চারটি সেচ পাম্পের স্থাপনের কাজ চলমান রয়েছে।
এ ব্যাপারে চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন – বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই সোলার পাম্পের মাধ্যমে ৫০ থেকে ৬০ জন কৃষক প্রায় ১০০ বিঘা জমিতে সেচ সুবিধা পাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *