রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলা চর ইটালুকান্দা হলহলিয়া নদী থেকে রফিয়াল হক নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চর ইটালুকান্দা হলহলিয়া নদী থেকে লাশ উদ্ধার করা হয়। উদ্বারকৃত ঐ বৃদ্ধ শৌলমারী ইউনিয়নের চেংটা পাড়া গ্রামে মৃত আব্দুর রহমানের ছেলে রফিয়াল হক (৮০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর দাঁতভাঙ্গা ইউনিয়নের চর ইটালুকান্দা হলহলিয়া নদীতে একটি লাশ দেখতে পায় পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রৌমারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ সাংবাদিকদের বলেন, হলহলিয়া নদী থেকে উদ্ধারকৃত লাশটি রৌমারী থানায় আনা হয়েছে। ময়না তদন্ত করার পর বিষয়টি জানা যাবে।