নাটোর প্রতিনিধিঃ
বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ মার্চ) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এই মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তর মাঠে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার উন্মুল বানীন দ্যুতি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান ইসহাক আলী।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।