লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। বুধবার ভোরে ভারতের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই তরুণের নাম জাহিদুল ইসলাম (২২)। তিনি শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। বিএসএফের গুলিতে জাহিদুল ইসলাম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর গ্রামের সীমান্তের ৮৫২ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাবপিলারের পাশ দিয়ে ভারতের কোচবিহারের রতনপুর ও কৌশিক গ্রাম থেকে গরু আনতে যান বাংলাদেশি কয়েকজন। গরু নিয়ে ফেরার পথে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জাহিদুল ইসলাম। এ সময় গুলিতে দুজন আহত হন। প্রাথমিকভাবে আহত দুজনের পরিচয় জানা যায়নি। বিএসএফ জাহিদুলের লাশ ময়নাতদন্তের জন্য ভারতের মেখলিগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।
সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন ৬১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল। তবে তিনি বলেন, নিহত ব্যক্তি বাংলাদেশি