এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
বাংলাদেশ আওয়ামী লীগ শরিফপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম আলীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ১ জানুয়ারি জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়- সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে বিগত ২৫/০৭/২০২২ তারিখে শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আলম আলীকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। যার সুত্র নং- বা, আ, জা- সদর/১৯১/২২ই। উক্ত বহিষ্কারাদেশ জামালপুর আওয়ামী লীগের উর্ধ্বতন নেতৃবৃন্দের পরামর্শক্রমে গত ১ জানুয়ারি রবিবার প্রত্যাহার করা হয়। আলম আলীর বহিষ্কারাদেশ প্রত্যাহারে শরিফপুরে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা গেছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরপরই আলম আলী দলীয় কার্যক্রম পরিচালনায় নিজেকে ব্যস্ত রেখেছেন।