মো: নাজমুল হুদা মানিক ॥
শিকর সাহিত্য পরিষদের কার্যকরী সভাপতি ও অবসরপ্রাপ্ত ব্যাংকার কবি মো: আবু রায়হান এর ৬৫তম জন্মদিন উপলক্ষে ৩১ জানুয়ারী সন্ধ্যা ৭টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ ময়মনসিংহ কেন্দ্রে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। শিকর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হানিফ রাজা‘র সভাপতিত্বে সাধারন সম্পাদক শাহীন শাহ‘র পরিচালনায় স্বরচিত কবিতা পাঠের আসরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক কবি মোস্তাফিজুর বাশার ভাষানী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন ময়মনসিংহের যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল মো: কদ্দুছ, কবি গীতিকার ও প্রকাশক মো: শহিদুল ইসলাম, কবি ছড়াকার ও শিক্ষক তাছাদ্দুক হোসেন, কবি সংগঠক ডা: আনছার উদ্দিন ভুইয়া, কবি ও কথা সাহিত্যিক আলমাস হোসাইন শাজা, কবি, ব্যাংকার ও সংগঠক মো: আব্দুল্লাহ আল আমিন মন্ডল, কবি ও সংগঠক বিল্লাল মাহমুদ মানিক, পাটগুদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ মো: মাহবুবুল আলম তরফদার শাহীন, ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: দুলাল উদ্দিন দুলাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন পাটগুদাম বাইতুছছুদুত জামে মসজিদের মোয়াজ্জিন মো: নাজমুল হুদা নাজমুল। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, গুনিজন সহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *