রাজবংশী ভাষায় কবিতা-
ভোট সমাচার
কবি-নাজমুল হুদা পারভেজ
কামবাজি গেইছে বাহে- শোনেন দিয়া মন
৩১ জানুয়ারি হইবে চিলমারীত ইউপি নির্বাচন,
মানুষক যদি চিনব্যার চান, নির্বাচনোত খাড়ান
ভোটোত না খাড়াইলে ,মানুষ চিনব্যার নান।
কপাল ভালা হইলে, ভোটোত জিতব্যার পান
ট্যাকার তেইশ মাইরবে, ভোট চাবার যান।
হাইরলে বুইঝবেন, মাইনষের, চরিত্র কাক কয়?
ট্যাকারড্যাও শ্যাও হইবে- কতা মিছা নোয়ায়।
দিন বদলি গেইছে- হইছে আরেক মতোন
ট্যাকার নোবে মানুষ এল্যা, হইছে এইদোন।
মিডাকতা কয়্যা ভোট নিয়া হইবে চেয়ারম্যান
ইলিপের চাউল বুলি গেইলেও, কইবে ট্যাকাদেন।
প্রতিবন্দি ভাতার কাড, তাহো ব্যাচে খায়
গরীবের সরকারী ঘর, মাগনায় দিব্যার নায়।
ঠইক্তে ঠইক্তে গরীবেরা- চালাক বুনি গেইছে
সেইবাদে নগদ ট্যাকায় ভোট ব্যাচা শিখছে।
এল্যা বাহে, গোটা দ্যাশোত হইতোছে নির্বাচন
ট্যাকা ছাড়া ভোট?-না পাইবেন মন
গরীবের ট্যাকা খাবার নান, যতোয় ভগ্ভগান
বিশ্বাস হারেগেইছে , কতাত দিব্যার নায় কান।
ভোট চাইপলে কামলারা, কামোত যাবার নায়
হাঁটি ব্যাড়ে. ফ্যাদলা পারি, ট্যাকা কামায়।
প্রার্থীর বাড়িবাড়ি গেইলে ট্যাকা যদি পায়
মিছাও ক্যানে তামরা, কষ্ট কইরব্যার যায়?
প্রার্থীক সিদায় কয় , ট্যাকা দিলে ঝাপি
না দিলে,মিছাও তোমার পাছোত নাঝাপি,
নগত ট্যাকা নিয়া, নিজের ভোট বেঁচায়
কাঁই যোগ্য ? তাক, দেকার সময় নাই।
ভোটের দিন আইলে, প্রার্থীর কি হইবে?
বিয়্যান থাকি প্রার্থীগুল্যার, প্রেসার বারি যাইবে
জিতপে ভোটোত যাঁই, তাঁইতো গান গাইবে
হারু প্রার্থী তড়ায় শিক্শিক্যা নাগি যাইবে।
ভোটত হারিয়্যা যেলা, বাড়িত ফিরি যাইবে
ট্যাকার ঝানঝানিতে বিছন্যাত, ন্যালন্যালা হয়্যা শুইবে
ভোটের হিস্যাব কইরতে নিন্দ হারাম হইবে
ক্যানে ভোটোত খাড়ানু, মনে মনে পছতাইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *