শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধিঃ।
সমন্বিত উপবৃত্তির কর্মসূচি নামে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট শিক্ষা মন্ত্রণালয় কর্তক প্রদত্ত উপবৃত্তি ফরম পূরণ করতে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
জানা যায়, ১ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে গাইবান্ধা আদর্শ কলেজের ম্যানেজিং কমিটির মৌখিক সিন্ধান্ত মোতাবেক ৩৯৪ জন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে উপবৃত্তির ফরম পূরণের জন্য ১২০ টাকা হারে ছাত্র ছাত্রীদের নিকট থেকে আদায় করেন।
কলেজের এইচ.এস.সি অধ্যায়নরত মামুন আকন্দ (বিজ্ঞান শাখা, রোল নং-৩৭) ও শান্ত রবিদাস (মানবিক শাখা- রোল নং-১১৪) জানান, আমি ফরম জমা দিতে আসলে আমার কাছ থেকে ১২০ টাকা নিয়েছে।
অধ্যক্ষ মোজাহিদ হোসেন খানের সঙ্গে কথা হলে তিনি জানান, আমাদের কলেজে বহুদিন থেকে কোন ফান্ড নেই।
তাছাড়াও এই কলেজে কোন আর্থিক উন্নয়নের জন্য কোন প্রকার ব্যবস্থা নেই, সে জন্য আমরা মৌখিকভাবে এ সিন্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন জেলা শহরের ছাত্রলীগের কর্মীরা এসে কিছু ফরম নিয়ে যায়।
কলেজের ল্যাবসহকারী সুরজিৎ সাহা বলেন, আমাকে কলেজের সাব-কমিটি প্রতি ফরমে ১২০ টাকা নিতে বলছে, তাই আমি নিয়েছি।
কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ্ শরিফুল ইসলাম বাবলু তিনি জানান, কলেজে ফান্ড নেই, সেজন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেয়া হচ্ছে।
পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হলে তিনি বলেন, টাকা নিয়ে থাকলে তাহলে ফেরত দেয়ার ব্যবস্থা করা হবে।
সদর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা হলে তিনি জানান, কলেজ কর্তৃপক্ষ যদি টাকা নিয়ে থাকে সে এব্যাপারে আমি অবগত না।