-নাজমুল হুদা পারভেজ

অনেক ক্ষোভ, পাওয়া না পাওয়ার কষ্ট,
হৃদয়ে অনেক যন্ত্রণা-মনে বড়ই দুঃখ,
তপ্ত আকাশ, খরায় পুড়ে কৃষকের মাঠ
হঠাৎ আকাশ কাঁদে- যেন সবই অস্পষ্ট।

ভালোলাগা- ভালোবাসায় সহিংসতা আর বাড়ছে অবক্ষয়
তবুও- মানুষ ভালোবাসে, দেহের টানে নিশ্চয়ই
অনেকে বিয়ে করে, বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে
বাঁধে ঘর-সংসার, বুকে সুখের প্রত্যয়।

সচেতন- প্রশাসন,তবুও কেন সাম্প্রদায়িকতার বাষ্প
নিরাপত্তাহীনতায় সংখ্যালঘুরা কেন? বলো তা স্পষ্ট
অ্যাকশন-অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশনে মুখরিত রাজপথ
প্রতিরোধ হচ্ছে না ,বাড়ছে শুধু কষ্ট।

ওলট-পালট, হচ্ছে যেন রুগ্ন গণতন্ত্রে
জ্বলছে গ্রাম গুলো,বলো কার মন্ত্রে?
দায়-এড়াতে,বক্তব্যের ফুলঝুরি শুনছে জনগণ
যা কিছু ঘটছে, বিরোধী দলের ষড়যন্ত্রে ।

মা – বলে, বাছাধন, তোরা চেটেপুটে খাসনে
এমন শাস্তি দেবো , যাবে তোদের প্রাণ
দেখছে -মা, আকাশেতে কালো মেঘ জমছে
টর্নেডো আসতে পারে, হও বাছারা সাবধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *