কলমেঃ সুলতানা রাজিয়া (সান্ধ্য কবি)

আত্মীয়তার বন্ধন,

ব্যর্থ হৃদয় নিয়ে হাহাকারের মাঝে সুখের স্মৃতিচারণ।

সুখের সন্ধানী হয়ে এ যাত্রাপথ,

মধূর সুরে গান গেয়ে চলবো অবিরত।

দূর্বাদলের নীর বিন্দুর মতো ক্ষণস্থায়ী জীবন,

ধীবরের মতো মুক্তার লোভে এ পথে অনুসরণ।

কি আশায় বাঁধি খেলা ঘর,

সোনার হরিণ পাওয়ার আশার ছলনায় আশাবাদী অন্তর!

আশা মানুষকে সপ্ন দেখায়;

সে সপ্ন দেখে শুধু কাঁদতে হয়,

ফুল তুলতে গিয়ে কেবল কাঁটার আঘাত পায়।

আশার কুহকে পড়ে নিজেকে নিঃশেষ,

অনুশোচনার অঙ্গারে পড়ে মরতে হবে অবশেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন