স্টাফ রিপোর্টারঃ
সোনাহাট স্থলবন্দরে এসিআই মটরস লিঃ এর কন্ট্রাক্সন ইকুইপমেন্ট লোভল হুইল লোডার বিক্রয় করে চাবি হস্তান্তর করা হয়। বুধবার রাত সাড়ে ৮ টার সময় উপজেলার সোনাহাট স্থলবন্দরে মেসার্স ভাই ভাই ট্রেডার্সে চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের লালমনিরহাট ডিলার মোঃ মশিউর রহমান। এসময় এসিআই মটরসের পক্ষ থেকে লোভল হুইলারের ক্রেতা মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ সাইফুর রহমানের নিকট চাবি হস্তান্তর করেন রংপুর বিভাগের সেলস ম্যানেজার মোঃ আতিয়ার রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন রংপুর রিজিওনের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মাহমুদ রশীদ,রিজিওনাল অফিসার হামিদুল ইসলাম প্রমুখ,সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ। চাবি হস্তান্তরের সময় সোনাহাট স্থলবন্দরের আমদানী ও রপ্তানী কারকগন উপস্থিত ছিলেন। এসিআই মটরসের পক্ষ থেকে জানান,এই লোভল হুইলার দিয়ে প্রায় ২০০ শ্রমিকের পাথর লোড,আনলোড করার কাজ করা যায়। বাংলাদেশের প্রায় সকল স্থলবন্দরগুলোতে তারা এসব লোভল হুইলার সরবরাহ করে আসছেন।