জাহাঙ্গীর আলম,সিনিয়র স্টাফ রিপোর্টার:

দেশের জনপ্রিয় শিশুসাহিত্যিক স.ম শামসুল আলম তাঁর প্রকাশিত বহুরূপী দেবশিশু বইয়ের জন্য এ বছর সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের আয়োজক ফুলবাড়ী উপজেলার গীতিকার তৌহিদ- উল ইসলাম পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়া সব্যসাচী ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় পাঠাগারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। কবির নামে কুড়িগ্রাম শহরের একটি রাস্তার নামকরণের দাবি তুলে সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন, সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল,‌ সংবাদ সম্মেলনে জানানো হয় ,আগামী ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ সৈয়দ শামসুল হকের জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার বিজয়ী লেখকের হাতে তুলে দেওয়া হবে। এ পুরস্কারের আর্থিক মূল্য ২০ হাজার টাকা। কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সহযোগিতায় গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগার ২০২১ সাল থেকে এ পুরস্কার প্রদান করে আসছে। সংবাদ সম্মেলনে পাঠাগারের সভাপতি বিনোদ চন্দ্র রায় সহ বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *