ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দরের সকল প্রকার কার্যক্রম আজ (১৬ অক্টোবর) থেকে ২২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ভারতে সরকারী বন্ধ থাকায় সোনাহাট স্থল বন্দরের আমদানী ও রপ্তানী কার্যক্রম এসময় পর্যন্ত বন্ধ থাকবে। সিএন্ড এফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেছেন।