রংপুর প্রতিনিধি.
সারাদেশর ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা গুলোতে কর্মরত শিক্ষকদের মাসিক বেতন এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে দুই হাজার পাঁচশ করায় মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির পিতার কন্যা শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমিতির প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য ও রংপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষক নেতা,সমাজকর্মী মাওলানা নুরুল আবছার দুলাল এবং সাধারন সম্পাদক মাওলানা সাহেবুল ইসলাম মজনু মন্ডলসহ জেলা শিক্ষক নেতৃবৃন্দ। এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে অবিলম্বে সরকারী প্রাইমারী স্কুলের ন্যায় বেতনভাতাসহ সকল সুযোগ সুবিধা,অবসর ভাতা,কল্যাণ ট্রাষ্ট প্রদান ও দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণ করার দাবী জানান। সেই সাথে তিনি প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থতা কামনা করেন। উল্লেখ্য স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের মাসিক বেতন এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার পাঁচশ করা হচ্ছে। ২০১৬-২০১৭ অর্থ বছর থেকে তার কার্যকর হবে। বেতন বৃদ্ধি সংক্রান্ত এক সভা রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যদিও ইবতেদায়ি শিক্ষকদের দাবি জাতীয় বেতনস্কেলভুক্ত করার।এর আগে আওয়ামী লীগ সরকার ২০১৩ খ্রিস্টাব্দে ইবতেদায়ী শিক্ষকদের বেতন ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকায় উন্নীত করে। যদিও শিক্ষা মন্ত্রণালয় এই টাকাকে বেতন না বলে অনুদান বলে আসছে। ২৫ সেপ্টেম্বরের বৈঠকে উপস্থিত একাধিক অফিসার জানান, পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানকারী স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা। ১ হাজার ৫১৯টি এবং শিক্ষক সংখ্যা চার হাজার ৫২৯ জন। বর্তমানে তাদের মাসিক বেতন এক হাজার টাকা এবং মহার্ঘ্য ভাতা ২০০ টাকা। এছাড়াও নতুন আবেদনকারীর সংখ্যা ৩৩৮টি। বার্ষিক অতিরিক্ত ব্যয় হবে এক কোটি ৩৮ লাখ টাকার বেশি।ইবতেদায়ি শিক্ষকরা জানান, তারা গত ৩০ বছর ধরে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে আসছেন, কিন্তু তাদের জন্য কোনও বেতন কাঠামো নেই, শুধু নামে মাত্র প্রতিমাসে ১ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়।