কবি- মিলাদ হোসেন
পাক সেনারা বুঝে নিল
বাঙালিরা ভীরু নয়
জীবন দিতে প্রস্তুত ওরা
ময়দানে তা প্রমাণ হয়।
রণাঙ্গনে করছে লড়াই
দামাল ছেলের দল
বুকের তাজা রক্ত ঝরে
তবু হারায়নি মনোবল।
পাক সেনারা বুঝে গেল
নিশ্চিত তাদের পরাজয়
জীবন বাঁচাতে তাইতো
আত্মসমর্পণে বাধ্য হয়।
স্বাধীনতার বিজয় উল্লাস
ধ্বনিত আকাশে বাতাসে
লাল সবুজ কেতন উড়ে
স্বাধীন বাংলাদেশে।