কবি -মোঃ আতিকুর রহমান

হৃদয়ে থাকে যদি
মহান স্রষ্টার ভয়
জীবন যুদ্ধে তবেই
হবে নিশ্চয়ই জয়।

অভাব অনটন যদি
মেনে নাও হাসিমুখে
শত দুঃখকষ্টের মাঝে-ও
থাকবে অনেক সুখে।

সত্যের পথে সদা
থাকো যদি অবিচল
বুকে থাকবে সাহস
মনে থাকবে বল।

সুন্দর সমাজ বিনির্মাণে
রাখতে চাইলে অবদান
নীরবে সইতে হবে
লাঞ্ছনা গঞ্জনা অপমান।

বাঁধার প্রাচীর পেরিয়ে
এগিয়ে চলো সামনে
ভীত- সন্ত্রস্ত হয়ো না
নির্যাতন নিপীড়ন দমনে ।

পরের ছিদ্রান্বেষণ করে
সময় করলে পার
আমল যাবে বিফলে
পরকালে হবে হার।

সবসময় মরণকে যদি
রাখো তুমি স্মরণ
অন্যের অধিকার হবেনা
তোমার দ্বারা হরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *