ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বেলা ৩টার দিকে প্রাইভেটকার
যোগে নারায়ণগঞ্জ জেলায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করার জন্য নিজ বাড়ি থেকে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকামুখী সড়কে একটি লরির ধাক্কায় হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন কে বহনকারী প্রাইভেটকারটি ধুমরে মুচরে যায়। এতে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা আশঙ্কা জনক অবস্থায় হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন কে উদ্ধার করে রাজধানী ঢাকা আলী আজগর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি আলী আজগর হাসপাতালে জরুরি বিভাগে ওয়ানস্টপ ইমার্জেন্সি সাভিসের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেনের ছোট ভাই সৈকত হোসেন বাবু।

তিনি জানান, তার ভাইয়ের সুস্থতার জন্য জরুরি ভিত্তিতে ও” পজেটিভ রক্তের প্রয়োজন। আগ্রহী রক্তদাতাদের (০১৮৬৩৩৮৯৪০৮) এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে ইউপি চেয়ারম্যান হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার খবর মুহূর্তে মধ্যে ছড়িয়ে পড়লে তার শুভাকাঙ্ক্ষী ও উপজেলার বিভিন্ন মহল ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিরা অতিদ্রুত তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *