মোঃ জাবেদুল ইসলাম।
একটি ইয়া বড়ো হাতি,
বেড়াতে আসে রোজ।
হাতির পিঠে চড়বে খোকা,
করে হাতির খোঁজ।
এদিক সেদিক তাকাই শুধু,
হাতির খোঁজ নাই।
চড়বে খোকা হাতির পিঠে,
হাতি গেলো কই?
খোকার মন বেজায় ভাারি
দিচ্ছে খোকা আরি।
হাতির খোঁজ মিললে তবে,
ফিরবে খোকা বাড়ি।
পড়লো সবাই মহাবিপদে,
ছুটলো হাতির খোঁজে।
হাতির খোঁজ মিললে তবে,
ফিরবে বাড়ি সবে।
কলা বাগানে অবশেষে,
মিললো হাতির খোঁজ।
আয়রে খোকা এবার ওঠে,
হাতির পিঠে বস।
খোকা তবেই বেজায় খুশি,
উঠলো বসে পিঠে।
চলছে খোকা মহারাজা,
হাতির পিঠে বসে।