কবি -রুদ্রনীল

অভিমানের কভু অভিযোগ হয় না
হয় না কোন ইতিহাস,
পুড়ে যার মন ভীষণ সে যাতন,
শুধু পড়ে থাকে দীর্ঘশ্বাস।
দিনশেষে তার আর হয় না বলা
অলিখিত কিছু কথা।
মানীর মান কেড়ে নিতে চায়
হৃদয়ে চলে অন্তক্ষরণ।
যে চলে যেতে চায়, তাকে যেতে দাও
কি হবে আঁটকে রেখে তারে,
বৃথা কাজে কি করে তারে
থামাতে বলা কি সাজে!
যে যায় সে জেনে বুঝে যায়
ফিরে না আসার রোষে।
মৃত্যুর চেয়ে কেউ হয় না প্রিয়
মৃত্যু চলে তার আপন রাজে,
মুর্খ যারা বোঝে না তারা
আবেগ তো মরীচিকাময়,
সময়ের স্রোতে গতিহীন প্রাতে
নিজেকে তারা পুড়ে লয়।
প্রভাত সেতো আসবে ফিরে
রাত নিবে নিত্য ছুটি
এই দুনিয়ার এটাই তো
সবচেয়ে বড় রীতি।
আত্মহনন বড় ভয়াবহ আত্মদহনের চাইতেও,
যদি মরে যাও কিছু করে যাও
কল্যাণে জগৎ হোক প্রীতি!
তোমার নাম তোমার না হোক
কাজে হোক তোমার পরিচয়
তুমি তো ভাই তোমারও নও
জগতের তুচ্ছ সৃষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *