এস এম আলতাফ হোসাইন লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট ১ আসনে নৌকা প্রতীকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান কে প্রধান আসামি করে ২০ জনের নামে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে নৌকা প্রতীকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা । এর পর ওই রাতেই গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলিজা বেগম বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান, মৃতঃ আমিনুর রহমান মোস্তাজিরের পুত্র আহসান হাবিব মোস্তাজির (৬৪), নিলু মোস্তাজির, হাকিম মোস্তাজির (৫৮), হালিমুল মোস্তাজির (৫৫), হাসেম মোস্তাজির (৫০), মৃতঃ আঃ রহমানের পুত্র রবিউল ইসলাম (৫৫), মৃতঃ নুরুল হক খন্দকারের পুত্র স্বপন খন্দকার (২৫), মৃতঃ নেছার উদ্দিন খন্দকারের পুত্র আক্তার হোসেন খন্দকার (৪০), শাহা আলম (বাচ্চু) এর পুত্র মাসুদ সরকার (২৮), মৃতঃ মজিবর রহমানের পুত্র সাইদুল ইসলাম (৩৩), আজিজার রহমানের পুত্র ফজলে রহমান (৩৫), আঃ হামিদের পুত্র লিয়াকত হোসেন (৪২), আঃ করিমের পুত্র একরামুল হক (৪০), রবিউল ইসলামের পুত্র রনি (৩০), মৃতঃ আঃ রশিদের পুত্র মাসুদ রানা (৩৮), মোঃআল মামুন (৪০), আফছার উদ্দিনের পুত্র দবিউল ইসলাম (৩৫), মৃতঃ লুৎফর রহমানের পুত্র শাহ জাহান প্রামানিক (৫০), সুলতান আহমেদ এর পুত্র বাদল মিয়া (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর বিকেলে ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের হাটখোলায় কাঠের তৈরি ছোট নৌকা বাঁশে উঠালে তা দেখে অভিযুক্তরা কাঠের তৈরি নৌকাটি সেখানে উঠাতে বাধা দেয় ও বিভিন্ন হুমকি দেয়। এমতাবস্থায় ৩০ ডিসেম্বর সকালে হাট খোলা এলাকায় ওই নৌকাটি আগুনে পুড়ে নিচে পড়ে থাকতে দেখেন জনৈক্য ভান্ডারী নামের এক ব্যক্তি পরে স্থানীয়রা সেখানে একত্রিত হয়ে এর প্রতিবাদ জানান।
এবিষয়ে হাতীবান্ধা থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *