লালমনিরহাট সংবাদদাতা :
লালমনিরহাটের হাতীবান্ধায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের চাল বিতরনে কাজ চলছে।
শনিবার হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদে এসব চাল গরীব দুঃখী মানুষের মাঝে বিতরণ করা হয়। একই ভাবে উপজেলা ১২ টি ইউনিয়নেই এই চাল বিতরণ করা হবে।
চাল বিতরন অনুষ্টানের উদ্ভোধন করেন সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপি। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা থানার ওসি শাহা আলম, ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বরকত উল্ল্যাহসহ ইউপি আওয়ামীলীগের নেতা কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ডাউয়াবাড়ী ইউনিয়নের ২২ শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।