স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের কচাকাটায় গঙ্গাধর নদীর ভাঙ্গনরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গরবার সকালে এলাকাবাসীর আয়োজনে বল্লভের খাষ ইউনিয়নের মাঝিপাড়া ও রামদত্ত গ্রামের ভাঙ্গন প্রবন গঙ্গাধর নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টব্যাপী এ মানব বন্ধনে ৫শতাধীক নারী –পুরুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে
বক্তব্য রাখেন কেদার ইউপি চেয়রম্যান আ,খ,ম ওয়াজিদুল কবীর রাশেদ, বল্লভেরখাষ ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রাজ্জাক, কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন প্রমূখ। বক্তারা অবিলম্বে নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। উল্লেখ্য বন্যার পানি কমার সাথে সাথে ওই এলাকার মাঝিপাড়া এবং রামদত্ত গ্রামে  তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয়ে ইতিমধ্যে ১০/১২ টি বাড়ী নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *