ঢাকা অফিস:

সম্প্রতি দুবাই আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগীতায় ৬৫টি দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করায় হাফেজ সালেহ আহমদ তাকরীম কে অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টি-এনএসবি পার্টি’র মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী।

ন্যাশনাল সবুজ বাংলা পার্টি- এনএসবি পার্টি’র মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী আরো বলেন, হাফেজ তাকরীম তুমি বুকে সাহস রাখো। আরো অনেক দূর যেতে হবে তোমাকে। বিশ্বব্যাপী দ্বীন ইসলামের খেদমত করতে হবে। এবং সবার আগে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। দেশবাসীর দোয়া আছে তোমার সাথে, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ এ প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম। সম্প্রতি দুবাইয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন হাফেজ তাকরীম।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে নির্বাচনি পরীক্ষায় একদল বিজ্ঞ বিচারকের রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন তাকরীম।
এর আগেও, গত বছর ২২ মার্চ ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তাকরীম।

হাফেজ সালেহ আহমাদ তাকরীম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *