সোহেল রানা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের হুচার বাংলা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম নামক এক যুবকের কাছ থেকে জ্বীনের বাদশা সেজে ১ লক্ষ ৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার দ্বায়ে গত ২৭ শে মে দ্বায়ের করা মামলায় জ্বীনের বাদশা সাজা একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে রংপুর মহানগর পুলিশ ।
প্রতারিত হওয়া শফিকুল ইসলাম জানায়,জ্বীনের বাদশা সেজে নিশি রাতে আমার মোবাইল ফোনে ফোন দিয়ে প্রথমে লোভ লালসা ও পরে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন পায়তারা করে আমার কাছ থেকে ১ লক্ষ ৮ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়। প্রতারিত হওয়ার এক দিন পর ছোট ভাই মারুফ (২০) এর কাছে পুরো বিষয়টি জানাইলে তৎপর বিষয় টি বিভিন্ন গণমাধ্যম ও মিডিয়ায় প্রচার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ সুপার ফারুক স্যারের সাথে যোগাযোগ করে গত ২৭ শে মে রংপুরে একটি মামলা দায়ের করি । ঐ অভিযোগের সুত্রে রংপুর মহানগর পুলিশের প্রচেষ্টায় গাইবান্ধা গবিন্দগন্চ উপজেলার বিভিন্ন স্থান থেকে,রিয়াদ হোসেন,সিদ্দিকুল ইসলাম,আজাহার আলী শেখ,ও রফিকুল ইসলাম নামের ৪ প্রতারক সদস্যকে গ্রেফতার করে।
শুক্রবার দুপুরে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান মাহিগন্স থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *