Kurigram BNP  Election Campaign photo- 20.12.15
কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২০.১২.১৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেঃ জেনারেল(অবঃ) মাহবুবুর রহমান বলেছেন, সেনা বাহিনী মাঠে থাকলে নির্বাচন সুষ্ঠ হয়। এবারের পৌর নির্বাচনে এখনও সেনাবাহিনী নামানো হয়নি। অবাধ ও সুষ্ঠ নির্বাচনের স্বার্থে বিএনপি সেনা মোতায়েন চায়।তিনি বলেন, নির্বাচনী মাঠে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরী হয়নি। বিএনপি নেতা-কর্মীরা মুক্তভাবে প্রচারনা চালাতে পারছে না।
আমরা নির্বাচনের শেষ দিনের শেষ ভোট পর্যন্ত দেখতে চাই। সরকার ও নির্বাচন কমিশন কতটুকু অবাধ ও সুষ্ঠ নির্বাচন করতে পারে।
লেঃ জেনারেল(অবঃ) মাহবুবুর রহমান শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভায় দলীয় প্রার্থী আদম আলী, রাতে কুড়িগ্রাম পৌরসভায় দলীয় মেয়র প্রার্থী নুর ইসলাম নুরু এবং রোববার সকালে উলিপুর পৌরসভায় দলীয় প্রার্থী তারিক আবুআলা চৌধুরীর  পে গনসংযোগ ও প্রচারনাকালে এসব কথা বলেন। এসময় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সভাপতি তাসভির-উল ইসলাম ও সাধারন সম্পাদক সাইফুর রহমান রানাসহ বিএনপি‘র বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *