mail.google.com

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ
মৌলভীবাজারের অনলাইন সাংবাদিকদের সাথে ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী সাংবাদিক সৌমিত্র দেব টিটু এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন আজ ১৫ ডিসেম্বর দুপুরে। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মেয়র প্রার্থী সাংবাদিক সৌমিত্র দেব টিটু বলেন- মৌলভীবাজার পৌরসভার জনগন উন্নয়ন বঞ্চিত। শহরজুড়ে স্থায়ীভাবে জলাবদ্ধতা, কোদালীছড়া সংস্কারে সীমাহীন দুর্নীতি, পৌরসভার সর্বত্র ঘুষ-বানিজ্য, টেন্ডারবাজী, কর্মকর্তা-কর্মচারীরা অবৈধভাবে কোটি টাকার মালিক বনে যাওয়াসহ পৌরসভার বিভিন্ন সমস্যা ও তার প্রতিকারের খসরা তালিকা তুলে ধরে তিনি বলেন- আমি একজন সাংবাদিক। মৌলভীবাজার প্রাচীনতম একটি পত্রিকায় কাজ করতাম এবং দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক ছিলাম। বর্তমানে অনলাইন গনমাধ্যম নিয়ে কাজ করছি। সে হিসাবে কোথায় উন্নয়ন করতে হবে এবং দুর্নীতির শিকড় কোথায় থাকে সেটা আমার ভাল জানা আছে। তাই, তিনি মৌলভীবাজারের অনলাইন গনমাধ্যমসহ সকল সাংবাদিকদের লিখনীর মাধ্যমে তাকে সহযোগীতা করার আহবান জানান। সেইসাথে, হাতুরী প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে তাকে মেয়র নির্বাচিত করে মৌলভীবাজার পৌরসভাকে দুর্নীতিমুক্ত করার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী সাংবাদিক সৌমিত্র দেব টিটু পৌরবাসীর প্রতি আহবান জানান। এর পরপরই এনডিএফ সমর্থিত ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর মনোনিত মেয়র প্রার্থী সৈয়দ সুজাত আলী (শিমুল) মৌলভীবাজারের অনলাইন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। চৌমোহনাস্ত মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মেয়র প্রার্থী সৈয়দ সুজাত আলী (শিমুল) বলেন- অমি আশ্বাসের ফুলঝুরি ফোটাতে চাইনা। মেয়র নির্বাচিত হলে আমি মেয়র হিসাবে আমার সাধ্যেও মধ্যে যেটুকু সম্ভব তা করবো এবং সুখে-দুঃখে পৌরবাসীর পাশে থাকবো এ আশ্বাস দিচ্ছি। তিনি মৌলভীবাজারের অনলাইন গনমাধ্যমসহ সকল সাংবাদিকদের লিখনীর মাধ্যমে তাকে সহযোগীতা করার আহবান জানান। সেইসাথে, আম মার্কায় ভোট প্রদানের মাধ্যমে তাকে মেয়র নির্বাচিত করে মৌলভীবাজার পৌরবাসীর খাদেম হিসাবে দায়িত্ব পালণ করার জন্য ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর মেয়র প্রার্থী সৈয়দ সুজাত আলী (শিমুল) পৌরবাসীর প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *